ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পেট্রল ও ডিজেলচালিত যান নিষিদ্ধ করছে অক্সফোর্ড

প্রকাশিত: ১৮:২৮, ১৩ অক্টোবর ২০১৭

পেট্রল ও ডিজেলচালিত যান নিষিদ্ধ করছে অক্সফোর্ড

অনলাইন ডেস্ক ॥ দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে অক্সফোর্ড। পেট্রল ও ডিজেলচালিত যান নিষিদ্ধ করতে চলেছে এই বিশ্ববিদ্যালয় শহর। লন্ডনের অন্যতম দূষিত এলাকা হিসাবে পরিচিত এই শহরকেই এবার দূষণ শূন্য শহর হিসাবে পরিণত করতে চলেছে অক্সফোর্ড। মার্কিন দূষণ নির্ণয় পদ্ধতিতে জালিয়াতি করে ২০১৫ সালে বিতর্কে জড়িয়েছিল জার্মান গাড়ি নির্মাতা সংস্থা ভক্সওয়াগেন। তারপর থেকেই ডিজেল ইঞ্জিন বন্ধ করতে সোচ্চার হয়েছিলেন বিশ্বের সমস্ত দেশ। পেট্রল ও ডিজেল গাড়ি ব্যবহার থেকে মানুষের উৎসাহ কমাতে ইলেকট্রিক গাড়ির পার্কিং চার্জও কমাতে চলেছে অক্সফোর্ড। জানা গেছে, যে সমস্ত কমার্শিয়াল যান, বাস ও গাড়ি পেট্রল ও ডিজেল দ্বারা চালিত হবে শহরের ছয়টি রাস্তায় তাদের যাওয়া নিষিদ্ধ করা হচ্ছে। এমনকি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট সোসাইটির সামনে দিয়েও তারা যেতে পারবে না। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
×