ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ০০:১৪, ১১ অক্টোবর ২০১৭

মাদারীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বুধবার সকালে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা বীজ ও সার বিতরণ করা হয়েছে। শিবচর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১২‘শ ৪০ জন চাষীর মধ্যে প্রত্যেককে উন্নত জাতের ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এসময় আরো ৮৫ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এসময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
×