ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০১:০৪, ১০ অক্টোবর ২০১৭

শ্রীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছে। তার নাম হেলাল উদ্দিন (৫৫)। সে শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। শ্রীপুর মডেল থানার এসআই সৈয়দ আজিজুল হক ও স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর গ্রামের একটি গাছের সঙ্গে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের জাতীয় গ্রীড লাইনের একটি খুঁটির টানা দিয়ে রাখে সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা। মঙ্গলবার সকালে গরুর জন্য ঘাস কাটতে কৃষক হেলাল সেখানে যায়। ঘাস কাটার সময় খুঁটির বিদ্যুতায়িত হয়ে থাকা ওই টানার সঙ্গে স্পর্শ হয় হেলালের। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
×