ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোটেলে বিদেশী বা রোহিঙ্গা অবস্থান ॥ পুলিশকে জানানোর আহ্বান

প্রকাশিত: ০৩:০৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

হোটেলে বিদেশী বা রোহিঙ্গা অবস্থান ॥ পুলিশকে জানানোর আহ্বান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেছেন, কোন হোটেল, গেস্ট হাউজ ও কটেজে বিদেশী বা রোহিঙ্গা অবস্থান করলে তার তথ্য পুলিশকে দিতে হবে। এতে সমুন্নত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সরকার পর্যটন শিল্পের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই এই শিল্পকে এগিয়ে নিতে হোটেল ও কটেজ মালিকদের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার সকাল ১১টায় রোহিঙ্গা ইরস্যু নিয়ে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি, কটেজ মালিক সমিতি, হোটেল মালিক সমিতি ও বীচ হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। রোহিঙ্গা সঙ্কট, পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটন এলাকার নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর থানার ওসি রনজিত কুমার বড়ুয়া, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ওমর সুলতান, আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানি, কাজী রাসেল আহমদ নোবেল, সিরাজুল হক ও রমজান আলী সিকদার। সভায় মিয়ানমারের নাগরিক বা বিদেশী নাগরিক হোটেলের রুমে অবস্থানকালীন সময়ে তাদের তথ্য সমূহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রেরণ, হোটেল মোটেল গেস্ট হাউস ও কটেজে বৈধ অনুমতি বিহীন নিয়োগ না দেয়া, রোহিঙ্গাদের অবস্থানের খবর পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ঠ থানায় অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
×