ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁর মান্দায় গ্যারেজ মালিককে খুন করে অটোরিকশা চুরি ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০১:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭

নওগাঁর মান্দায় গ্যারেজ মালিককে খুন করে অটোরিকশা চুরি ॥ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দায় আন্ত:জেলা চোর সিন্ডিকেটের সদস্যদের হাতে ইউনুছ আলী সরদার (৫০) নামে এক গ্যারেজ মালিক খুন হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী বাজারের অদুরে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী ওই গ্রামের আকবর আলী সরদারের পুত্র। পুলিশ জানায়, গ্যারেজে থাকা অটোরিকশা চুরিতে বাধা দেয়ায় তাকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনায় ১ চোরকে গ্রেফতার ও গ্যারেজ থেকে চুরি যাওয়া তিনটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মমতাজ বেগম জানান, চকউলী বাজারের অদুরে তাদের নিজস্ব সম্পত্তিতে জিনিয়াস কিন্ডার গার্টেন নামে শিশু শিক্ষার্থীদের একটি বিদ্যালয় রয়েছে। তিনি এ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে রয়েছেন। বিদ্যালয় মাঠের একপাশে তার স্বামী ইউনুছ আলী ধান ভাঙানোর মেশিন ফেলে ব্যবসা করে আসছিলেন। মেশিন ঘরের সঙ্গে একটি গ্যারেজও ছিল। তিনি আরো জানান, সোমবার রাতে খাবার খেয়ে গ্যারেজ পাহারা দেয়ার জন্য মেশিনঘরে যান। মঙ্গলবার ভোরে স্কুলের একটি কক্ষে হাত-পা বাধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, সোমবার রাতে থানার এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম পাঁজরভাঙ্গা-জলছত্র রাস্তায় টহলের দায়িত্বে ছিলেন। রাত ৩টার দিকে ওই রাস্তায় ডাক্তারের মোড়ে দুইটি অটোরিকশা আসতে দেখে থামার নির্দেশ দেন। এসময় অটোরিকশায় থাকা চারব্যক্তি পালানোর চেষ্টা করে। এদের মধ্যে শহিদুল ইসলাম (৪৫) পাশের ডোবায় পড়ে গেলে তাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। ওসি আরো জানান, আটক শহিদুল ইসলাম নওগাঁ সদর উপজেলার নাপিতপাড়া এলাকার সোলাইমান আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম এ হত্যাকান্ড ও চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তিন সহযোগীর নাম প্রকাশ করেছে পুলিশের কাছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে রাজি হননি তিনি। ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
×