ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারোয়ার-তামিম গ্রুপের দুই জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০২:০৩, ২৪ সেপ্টেম্বর ২০১৭

সারোয়ার-তামিম গ্রুপের দুই জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকার আব্দুল্লাহপুর ও শনিরআখড়া থেকে রুহুল্লাহ আতিক ওরফে নুরুল্লাহ (৪৩) ও চৌধুরী হামদান বিন ফিরোজ ওরফে মুহিত (৩২) নামে সারোয়ার-তামিম গ্রুপের জেএমবি’র দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। শনিবার রাত সাড়ে ৭টা থেকে রবিবার ভোররাত পর্যন্ত র‌্যাবের সদস্যরা ঢাকার আব্দুল্লাহপুর ও শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গীবাদী প্রশিক্ষণ সংক্রান্ত নোটশীট এবং ২টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা ফতুল্লা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার (নং ১০৫, তারিখ ২৯/০৭/২০১৭ইং) এজাহারভূক্ত আসামী। রবিবার বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর ব্যাটালিয়ান সদর দফতর থেকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রুহুল্লাহ আতিক ওরফে নুরুল্লাহ ২০১৩ সালের তার স্ত্রীর বড় ভাই গ্রেফতারকৃত আবদুল গাফফারের হাত ধরে জঙ্গীবাদের সঙ্গে যুক্ত হয় এবং ২০১৩ সালে শেষের দিকে ঢাকার কল্যাণপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি (তার আপন ভায়রা) আব্দুল হাকিম ওরফে নাঈমের হাত ধরে জেএমবিতে যোগদান করে এবং ২০১৬ সালে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতারকৃত তার মেয়ের জামাই আবু রায়হান ওরফে রবিন ওরফে হিমেলের হাত ধরে জেএমবি (সারোয়ার-তামীম) গ্রুপে যোগদান করে। এরপর সে প্রাথমিক পর্যায়ে দাওয়াতী শাখায় কাজ করে এবং জামালপুর জেলার দাওয়াতী গুরু হিসেবে পরিচিতি লাভ করে। সে তার পরিবারের এবং নিকট অত্মীয় স্বজনসহ অনেককেই জেএমবিতে যোগদান করিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে আর জানা যায়, চৌধুরী হামদান বিন ফিরোজ ওরফে মুহিত ২০১৬ সালে সে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতারকৃত মোঃ মামদুদুর রহমান ওরফে মাহমুদুল হাসান ওরফে মিশু ওরফে হেলালের হাত ধরে জঙ্গিবাদে যুক্ত হয় এবং পরবর্তীতে জনৈক তারেক ওরফে সাকিবের মাধ্যমে জেএমবি (সারোয়ার-তামীম) গ্রুপে যোগদান করে। সে জঙ্গি সদস্যদের চাইনিজ কুংফু প্রশিক্ষণ প্রদান করত। সে ইতিপূর্বে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারকৃত সংগঠনের সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বাহক হিসেবে কাজ করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়।
×