ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমছেই

প্রকাশিত: ২৩:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭

পুঁজিবাজারে লেনদেন কমছেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবারও লেনদেন কমেছে। আগের তিন কার্যদিবসেও ডিএসইতে লেনদেন কমেছিল। ধারবাহিক পতনে ডিএসইতে লেনদেনের পরিমাণ ৬০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। এদিন ডিএসইতে ৬০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৭৪ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৭৮০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিকে রবিবার ডিএসইতে মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু সারাদিন সূচকের ওঠনামার মধ্যে দিয়ে শুরুর পর দিনশেষে সেখানকার সব ধরনের সূচকই কমেছে। দিনশেষে ডিএসইর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে ৬ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৩৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিঙ্গার বিডি, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, আইএফআইসি, সামিট পাওয়ার, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক ও বে´িমকো।
×