ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টেকনাফে অবৈধ ফিশিং ট্রলার তৈরীর হিড়িক

প্রকাশিত: ০২:১৮, ২১ সেপ্টেম্বর ২০১৭

টেকনাফে অবৈধ ফিশিং ট্রলার তৈরীর হিড়িক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের বাহারছড়ার শামলাপুরে অবৈধভাবে ফিশিং ট্রলার তৈরীর হিড়িক পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারী বনাঞ্চল থেকে লম্বা তক্তা এবং শামলাপুর সৈকতের ঝাউগাছ কেটে অবৈধ ফিশিং ট্রলার তৈরীর কাজে ব্যবহার করা হচ্ছে। শামলাপুর সৈকত এবং শামলাপুর পুলিশ ফাঁড়ির নিকটবর্তী নয়াপাড়া আছারবনিয়ায় কয়েকটি ফিশিং ট্রলার নির্মাণাধীন অবস্থায় থাকলেও স্থানীয় প্রশাসন যেন দেখেও দেখেনা। কতিপয় অসৎ কর্মচারীকে বশে এনে অসাধু ব্যবসায়ী নুরুল ইসলাম ও নুরুল আবসার দুই সহোদর দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ফিশিং ট্রলার তৈরীর ব্যবসা করে যাচ্ছে নির্বিঘ্নে। এক একটি ফিশিং ট্রলার তৈরী শেষে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকায় বিক্রি করে থাকেন তারা। জানা গেছে, পুলিশ ও বন বিভাগের স্থানীয় কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে দুর্লভ ও মুল্যবান গর্জন গাছ (মাদার ট্রি) কেটে লম্বা তক্তা চিরাই করে ফিশিং ট্রলার তৈরীর কাজে ব্যবহার করছে। টেকনাফের উপকুলীয় বাহারছড়ার শামলাপুর থেকে টেকনাফ সদর দরগাহরছড়া পর্যন্ত প্রাকৃতিক মনোরম দুর্লভ ও মুল্যবান শতবর্ষী ‘মাদার ট্রি’ গর্জন গাছ রয়েছে বনবিভাগের বাগানে। ফিশিং ট্রলার তৈরীতে লম্বা তক্তা দু®প্রাপ্য হওয়ায় অসাধু ব্যবসায়ীরা দৃষ্টি দিয়েছে ওসব শতবর্ষী গর্জন গাছের উপর। শামলাপুর, বাহারছড়া শীলখালী, জাহাজপুরা, মাথাভাঙ্গা, বড়ডেইল, রাজারছড়া এলাকায় বন বিভাগের অনুমতি ছাড়া চোরাই কাঠ দিয়ে ফিশিং ট্রলার তৈরীর মহোৎসব চলছে বলে জানা গেছে। শামলাপুর ঘাটে ফিশিং ট্রলার তৈরীর কাজে নিয়োজিত মিস্ত্রি শাহ আলম বলেন, মাল জোগাড় থাকলে একটি ফিশিং ট্রলার তৈরীকাজ সম্পন্ন করতে ১৫ দিনের বেশী লাগেনা। সহকারী বন সংরক্ষক দেওয়ান মোহাম্মদ আবদুল হাই আজাদ বলেন এসব ফিশিং ট্রলার তৈরীর সরকারী কোন অনুমতি নেই। লক্ষ লক্ষ রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও বন ভুমিতে আশ্রয় নেয়া বিষয় নিয়ে ব্যস্ত থাকা সত্বেও অভিযান অব্যাহত রয়েছে। গত কিছু দিন আগেও বাহারছড়ার উত্তর শীলখালী মুজাহের মিয়ার বাড়ির নিকট থেকে ২ লক্ষাধিক মুল্যের ১০৩টি লম্বা তক্তা এবং শামলাপুর থেকে ৫ লক্ষাধিক টাকা মুল্যের ২টি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।
×