ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় একটি সহকারী জজ ও দুটি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পদ শূন্য

প্রকাশিত: ২১:৩১, ২১ সেপ্টেম্বর ২০১৭

 মাগুরায় একটি সহকারী জজ ও দুটি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পদ শূন্য

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় একটি সহকারী জজ ও দুটি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পদ শূন্য থাকায় আইনজীবী ও বিচারপ্রাথীরা বিপাকে পড়েছে । ফলে মামলার দিন পরিবর্তন হচ্ছে । জানাগেছে , মাগুরা সদর সহকারী জজের পদটি প্রায় এক বছর যাবত শূণ্য রয়েছে । তৎকালীন সিনিয়র সহকারী জজ মোয়াজ্জেম হোসেন বদলীর পর থেকে পদটি শূণ্য রয়েছে । বর্তমানে যুগ্ন জেলা জজ -২য় আদালতের বিচারক মিজানুর রহমান ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্ব পালন করছেন । ফলে তার নিজের বিচারিক আদালতের কাজ করে মাগুরা সদর সহকারী জজ আদালতের বিচারিক কাজ করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে । ফলে মামলার দিন পরিবর্তন হচ্ছে । জেলার চারটি উপজেলার মধ্যে সদর সহকারী জজ আদালতে মামলার সংখ্যার সবচেয়ে বেশী । অন্যদিকে ২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পদ দীর্ঘদিন শুণ্য রয়েছে । মাগুরার চার উপজেলায় ৪টি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পদ থাকলেও রযেছেন ২ জন । শূন্য রয়েছে ২টি । ২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটকে তাদের অতিরিক্ত দ্বায়িত্ব পালন করতে হচ্ছে । ফলে তার নিজের বিচারিক আদালতের কাজ করে অন্য আদালতের বিচারিক কাজ করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে । বিচারকের পদশূণ্য থাকায় বিচারপ্রাথীরা বিপাকে পড়েছে । ফলে মামলার দিন পরিবর্তন হচ্ছে । মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবালু জানান, মাগুরা সদর সহকারী জজ এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের পদ দীর্ঘদিন শুণ্য রয়েছে । আইনজীবী ও বিচারপ্রাথীরা বিপাকে পড়েছে মামলার দিন পরিবর্তন হচ্ছে । অবিলম্বে এখানো নতুন বিচারক পোষ্টিং দেয়া প্রয়োজন ।
×