ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় অনুষ্ঠিত হলো সবুজ উপকূল উৎসব

প্রকাশিত: ২০:১৯, ২১ সেপ্টেম্বর ২০১৭

কুয়াকাটায় অনুষ্ঠিত হলো সবুজ উপকূল উৎসব

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটায় অনুষ্ঠিত হলো সবুজ উপকূল উৎসব ২০১৭। বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিচ জাহান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। এর আগে এক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখার ব্যবস্থাপক কামাল উদ্দিন, কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র মো. পান্না মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশীদ, নৌ-পুলিশ ফাড়ির এসআইকামরুজ্জামান, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান, শিক্ষক মো. নিজামউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপকুল বন্ধু সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন ইমরান হোসেন। পরিবেশ পর্যবেক্ষণ সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করেন সানজিদা পাশারী মুক্তা। অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা আশপাশের পরিবেশ বিষয়ক লেখা নিয়ে একটি দেয়ালিকা ( বেলাভূমি) প্রকাশ করেন। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক রচনা, পত্রলিখন, চিত্রাঙ্কন ও সংবাদ লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়। রোপন করা বৃক্ষচারা। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় উপকূল বাংলাদেশ এর বাস্তবায়নে ‘এসো সবুজের আহ্বানে গড়ি সবুজ উপকূল, স্লোগানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গবন্ধু স্কুলের শিক্ষার্থীরা উৎসবে মেতে ওঠে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবুজ উপকূল উৎসবের সমাপ্তি ঘটে।
×