ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: ২০:০৭, ২১ সেপ্টেম্বর ২০১৭

শেরপুরে সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বুধবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, আধুনিক সাংবাদিকতায় অনেক শিক্ষিত ছেলে-মেয়েরাও উদ্যমতার সাথে এগিয়ে আসছে এবং তারা ভালও করছে। কিন্তু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার হেড অফিসের বাইরে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিকতার অঙ্গণ এখনও নাজুক। তাদের যোগ্যতা নিয়েও নানা কথা শোনা যায়। এজন্য মফস্বল সাংবাদিকতার অঙ্গণকেও সমৃদ্ধ করতে স্থানীয় সাংবাদিকদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম প্রাতিষ্ঠানিক সনদ থাকা প্রয়োজন। আর সেটা হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সেই সনদ দেখেই সাংবাদিকদের নিয়োগ দিতে হবে। তিনি জাতীয় প্রেসক্লাব ও শেরপুর প্রেসক্লাবের মহিলা নেতৃত্বের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রচেষ্টায় মহিলারা আজ সব ক্ষেত্রেই এগুচ্ছে। আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রেও মহিলাদের আরও এগিয়ে আসতে হবে। শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) শ্যামল চন্দ্র কর্মকার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, তালাত মাহমুদ, দেবাশীষ ভট্টাচার্য, হাকিম বাবুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কিবরিয়া কামরুল। ওই মতবিনিময় সভায় সাপ্তাহিক দশকাহনীয়া সম্পাদক মুহাম্মদ আবু বকরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন প্রতিনিধি অংশ নেন। আজ বৃহস্পতিবার সকালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ময়মনসিংহ বিভাগের ৪ জেলার সাংবাদিকদের অংশগ্রহণে শেরপুরে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করবেন। শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
×