ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে সেপ্টিট্যাংকের বিষাক্ত গ্যাসে দুশ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০০:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৭

চরফ্যাশনে সেপ্টিট্যাংকের বিষাক্ত গ্যাসে দুশ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশন হাসপাতালের পিছনের রোড সংলগ্ন হারুন মাষ্টারের নির্মাণাধীন ভবনের সেপ্টিট্যাংকের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের বিষ ক্রিয়ায় ইউসুফ (২৮) ও আব্বাস (৩৫) নামের দু’নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ উপজেলা জিন্নাগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মন্নান মিস্ত্রির ছেলে। আব্বাস একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জালাল আহম্মদ’র ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোঃ হারুন’র চরফ্যাশন হাসপাতালের দক্ষিণ পাশে একটি পাঁচ তলা ভবনের নির্মাণ কাজ চলছে। প্রায় ৩ মাস পূর্বে ভবনের ভূ-গর্ভস্থ সেপ্টিট্যাংকি নির্মাণ করেন। ওই ট্যাংকির সেন্টারিং খোলার জন্য দুই শ্রমিক হাটু পানি থাকাবস্থায় ট্যাংকিতে নামে। এসময় ভবনের কেয়ারটেকার ভবনের অদুরে চা খেয়ে ফেরার পথে তাদের লাশ দেখতে পায়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে দুই শ্রমিককে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে লাশ দাবী করলে তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়। তাদের মৃত্যুতে পরিবার ও নির্মাণ শ্রমিক সমিতির সকল সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঘটনারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
×