ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বাস কাউন্টারে সন্ত্রাসী হামলায় মালামাল লুট

প্রকাশিত: ০০:৪২, ১৩ সেপ্টেম্বর ২০১৭

টঙ্গীতে বাস কাউন্টারে সন্ত্রাসী হামলায় মালামাল লুট

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীর চেরাগআলী কলাপট্টি এলাকায় বুধবার সকালে এনা পরিবহণ, একুশ এক্সপ্রেস পরিবহন, ড্রিমল্যান্ড বাস কাউন্টারে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা কাউন্টারের মালিক মোঃ রিপন ভূঁইয়াকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপন ভূঁইয়াকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সন্ত্রাসীরা এসময় কাউন্টারে থাকা ৬৭হাজার ৩৮০ টাকা, ২টি মোবাইলসেটসহ কাউন্টারের ভাংচুর করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৫/৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায়। এব্যাপারে রিপন ভূঁইয়া বাদী হয়ে ওই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে রিপন ভূঁইয়ার কাছে চাঁদা দাবী করে আসছে। দাবীকৃত চাঁদা না দিলে তাকে ব্যবসা করতে দিবে না বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে। জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৮ আগস্ট টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহার নং-১৪৯৩।
×