ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে কলেজছাত্র হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ৪

প্রকাশিত: ০০:১২, ১৩ সেপ্টেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে কলেজছাত্র হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজছাত্র শাহরিয়াজ মাহমুদ শুভ্র হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে। শুভ্রর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের পর তাকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে ডোবায় ফেলে দিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে আসামীদের হাজির করে সাংবাদিকদের এ তথ্য জানায়। গ্রেফতারকৃতরা হলো- ইয়ামিন ওরফে আল আমিন, জালাল, জুয়েল ও রবিন। এদের মধ্যে জালাল রাজধানীর যাত্রবাড়ি এবং অপর তিনজন নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটো রিকশা, দুইটি ছুরি ও চারটি মোবাইল ফোন। সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, নিহত শাহরিয়াজ শুভ্রর ব্যবহৃত মোবাইল ফোনের কলের সূত্র ধরে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ঘটনার দিন ভোর রাত সাড়ে তিনটায় শাহরিয়াজ রাজধানীর মিরপুরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকা থেকে একটি সিএনজি অটো রিকশায় উঠে। এসময় ওই ছিনতাইকারীরা যাত্রীবেশে সিএনজিতে উঠে চলন্ত অবস্থায় শাহ রিয়াজকে অস্ত্র ঠেকিয়ে তার মোবাইল ফোন ও নগদ ৬শ’ ৩৫ টাকা ছিনিয়ে নেয়। পরে শাহ রিয়াজের হাত পা বেঁধে ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে ভূঁইগড় এলাকায় রাস্তার পাশের ডোবায় ফেলে দিয়ে যায়।
×