ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

প্রকাশিত: ২৩:১৯, ১৩ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ মায়ানমারে রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের প্রতবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেসএসডি ইনু)। জাসদ জেলা শাখার উদ্যোগে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলা জাসদ (ইনু) সভাপতি সালাহ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আমীর হোসেন মোল্লা, এ্যাডভোকেট মো. সেলিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে জাতিসংর্ঘ সহ বিশ্ব মুসলিমকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে মানবতাকে প্রাধান্য দিতে হবে। যে সকল রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তাদেরকে মায়ানমারের নাগরিকত্ব দিয়ে ফিরে নিতে জোর দাবী জানান।
×