ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মুছে ফেলাই ছিল বঙ্গবন্ধু হত্যার উদ্দেশ্য ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৪:০১, ২০ আগস্ট ২০১৭

স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মুছে ফেলাই ছিল বঙ্গবন্ধু হত্যার উদ্দেশ্য ॥ শিল্পমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ব্যক্তি মুজিবকে নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হত্যার অপচেষ্টা করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে দেশকে পাকিস্তানের সাথে শিথিল কনফেডারেশন হিসেবে প্রতিষ্ঠিত করা। আমু আরো বলেন, যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি, তারাই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আমির হোসেন আমু আজ রাজধানীর বিসিআইসি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস ও বিসিআইসি’র চেয়ারম্যান শাহ্ মোঃ আমিনুল হক বক্তব্য রাখেন। আমির হোসেন আমু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে হত্যা করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মোটিভ এবং বেনিফিশিয়ারিদের দেখে এ কথা বুঝতে অসুবিধা হয় না যে, এ হত্যাকান্ডের পেছনে ছিল বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। আমু বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পরবর্তীতে জাতীয় চার নেতা হত্যা, সংবিধান থেকে জাতীয় চার মূলনীতি ছেঁটে ফেলা, গোলাম আজমকে রাজনীতির সুযোগদান, বেতারের নাম বদলিয়ে রেডিও বাংলাদেশ করা, তৎকালীন বিমান বাহিনীর প্রধানের নেতৃত্বে সিরাত সম্মেলন আয়োজনসহ ষড়যন্ত্রকারীদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধারাবাহিক কর্মকাণ্ডের প্রমাণ করে। আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের বিরুদ্ধে চতুর্মুখী চক্রান্ত চলছে। স্বাধীনতার পরাজিত শক্তি এখনও ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে রাজনীতি করে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে জ্ঞান পাপীদের কোনো ধরনের চক্রান্ত সফল হবে না বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন।
×