ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু ॥ স্কুলছাত্রী নিখোঁজ

প্রকাশিত: ০৩:৪৭, ২০ আগস্ট ২০১৭

গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু ॥ স্কুলছাত্রী নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে বুলি বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার পানিতে ডুবে মিরা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে। রোববার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া কাটাখালি বাঁধের পাশে বন্যার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবরি দল। বুলি বেগম রামপুরা গ্রামের বাদশা মিয়ার স্ত্রী ও মিরা খাতুন হাতিয়াদহ গ্রামের আলম মিয়ার মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। গোবিন্দগঞ্জ পুলিশ জানায়, রামপুরা গ্রামের বন্যার পানি থেকে বুলি বেগমের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কাটাখালি বাঁধের পাশে বন্যার পানিতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধারে কাজ করছে ডুবরি দল।
×