ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে শ্রীপুর রাধা গোবিন্দ মন্দিরের মালামাল লুট

প্রকাশিত: ০১:১০, ২০ আগস্ট ২০১৭

বাগেরহাটে শ্রীপুর রাধা গোবিন্দ মন্দিরের মালামাল লুট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গেবিন্দ মন্দিরের ৪টি তালা ভেঙ্গে রাধাঁ কৃষ্ণের অলংকার লুটে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। শনিবার রাতে বণগ্রাম ইউনিয়নের শ্রীপুর-জয়পুর সার্বজনীন গোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। রবিবার সকালে সেবাইত নয়ন তারা চক্রবর্তী মন্দিরে গিয়ে দেখেন সকল দরজার তালা ভাঙ্গা। অজ্ঞাত চোরেরা পাকা ভবনের ওই মন্দিরটির চারটি দরজার তালা ভেঙ্গে রাধাঁ ও কৃষ্ণের পরিহিত স্বর্ণের চেইন, টিকলী, বিছা, নুপুরসহ কমপক্ষে আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ছাড়াও নামজজ্ঞানুষ্ঠানের নামে থাকা দানবাক্স ভেঙ্গে প্রায় ২৫ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে বলে দাবী করেছেন মন্দিরের পুরহিত নিত্যানন্দ সাহা। মন্দির কমিটির সভাপতি অ্যাড. বিরেন চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক শংকর সাহা বলেন, মন্দিরে চুরির ঘটনাটি পরিকল্পিত। থানার ওসি রাশেদুল আলম, ইউপি চেয়ারম্যান রিপন দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি(দতন্ত) তারক বিশ্বাস বলেন, চুরির ঘটনা ঘটেছে। তবে প্রতিমাগুলোর কোন ক্ষয় ক্ষতি হয়নি। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে।
×