ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাজস্ব না দিয়েই হিসেবে দেখিয়েছে ওইম্যাক্স

প্রকাশিত: ২৩:৪৮, ১৬ আগস্ট ২০১৭

রাজস্ব না দিয়েই হিসেবে দেখিয়েছে ওইম্যাক্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের কোষাগারে রাজস্ব জমা না দিয়েই আর্থিক প্রতিবেদনে নগদ প্রবাহ হিসাবে অর্থ প্রদানের তথ্য দিয়েছে ওইম্যাক্স ইলেকট্রোডস কর্তৃপক্ষ। তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ভুল করে এমন আর্থিক হিসাব দেখানো হয়েছে। শুধু তাই নয়, কোম্পানিটির আইপিও আবেদনের জন্য জমা দেওয়া প্রসপেক্ট্রাসের আর্থিক হিসাবেও কিছুটা গড়মিল রয়েছে। এর মধ্যেই কোম্পানিটি আগামি ৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করতে যাচ্ছে। বিএসইসিতে জমা দেওয়া প্রসপেক্ট্রাস অনুযায়ি, ২০১৪-১৫ অর্থবছরের নগদ প্রবাহ হিসাবে রাজস্ব বা কর বাবদ সরকারি কোষাগারে ৪১ লাখ ৭৩ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু ব্যালেন্স শীটে অগ্রিম কর প্রদানে মাত্র ১৩ লাখ ৫৩ হাজার টাকার হিসাবে পাওয়া গেছে। বাকি ২৮ লাখ ২০ হাজার টাকার কোন হিসাব নাই। অন্যদিকে নোট ৭.০২ এ অগ্রিম করের সঙ্গে ৪১ লাখ ৭৩ হাজার টাকা সমন্বয় করা হয়েছে বলে উল্লেখ করা হলেও নোট ১৭.০১-এ ৩৬ লাখ ৭৩ হাজার টাকা সমন্বয় দেখানো হয়েছে। আর বাকি ৫ লাখ টাকা নগদ প্রদান বলে উল্লেখ আছে। এ হিসাবে একই বিষয়ে দুই রকম তথ্য প্রকাশ করে বিএএস-১ লংঘন করা হয়েছে। এই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. এ. বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের লক্ষ্যে অনেক কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) এক দুই বছর আগে থেকে কৃত্রিমভাবে মুনাফা বাড়িয়ে দেখায়। এই ধরনের প্রবণতা বন্ধে ৫ থেকে ১০ বছরের আর্থিক হিসাব পরীক্ষা করা প্রয়োজন বলে জানান তিনি। এছাড়া কোম্পানিটির নগদ প্রবাহের বিক্রয়বাবদ গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় হিসাবেও রয়েছে গরমিল। ২০১১-১২ অর্থবছরে টাকা আদায় সঠিক থাকলেও পরের বছরগুলোতে রয়েছে গরমিল। ২০১২-১৩ অর্থবছরে ৯ কোটি ৮৫ লাখ টাকার বিক্রয় হয়েছে। এর মধ্যে বাকিতে হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকার। এ হিসাবে নগদ প্রবাহ হিসাবে গ্রাহকের কাছ থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকা আদায় হওয়ার কথা থাকলেও ৬ কোটি ৭৯ লাখ টাকা দেখানো হয়েছে। এ ছাড়া ওয়েস্টেজ পণ্য বিক্রয় বিবেচনায় নিলেও নগদ প্রবাহের সাথে গরমিল থাকছে। একইভাবে পরবর্তী অর্থবছরগুলোতেও গরমিল আর্থিক হিসাব দেখানো হয়েছে।
×