ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে যৌতুক নিরোধ আইনে শ্বাশুরী ও ননদ গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪২, ১২ আগস্ট ২০১৭

ঝালকাঠিতে যৌতুক নিরোধ আইনে শ্বাশুরী ও ননদ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশ যৌতুক নিরোধ আইনের মামলায় গ্রেফতারী পরোয়ানা থানায় সাবিত্রী রানী শীল ও তার কন্যা শিখা রানী শিলকে গ্রেফতার করেছে। এরা কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের মৃত শ্রীকান্ত শীলের পুত্র। পটুয়াখালীর দশমিনা গ্রামের স্বত্ব শীলের কন্যা ইতিরানী শীল বাদী হয়ে তার স্বামী কৃষ্ণকান্ত শীল ও শ্বাশুরী সাবত্রী রানী ও ননদ শিখা রানীর বিরুদ্ধে পটুয়াখালীতে মামলা দায়ের করে। জানা গেছে, ৭ বছর পূর্বে কৃষ্ণকান্ত শীলের সাথে ইতিরানীর বিয়ে হয়। ইতিরানী অসামাজিক কাজে জরিত হলে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে সালিশ ব্যবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ী হয়। ইতিরানী এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে এবং সেই মামলা আদালত খারজি করে দেয়। পরবর্তীতে যৌতুক নিরোধ আইনে স্বামীসহ তার পরিবারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে।
×