ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৮ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাও

প্রকাশিত: ১৮:৩১, ৮ মে ২০২৪

ঠাকুরগাঁওয়ের প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৮ শতাংশ

ভোট কেন্দ্র

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় প্রথম চার ঘণ্টায় একটি উপজেলায় মোট ভোটারের ২০ ও আরেকটিতে ২৮.২৩ ভাগ ভোট পড়েছে ।

বুধবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দিন ও হরিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা  আব্দুল মান্নান।বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দিন বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ৫৪ টি কেন্দ্রে মোট ১ লাখ ৬০ হাজার ৮৬৩ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৩২ হাজার ১৭২টি। ৪ ঘণ্টায় ২০ ভাগ ভোট পড়েছে।

অন্যদিকে দুপুর ১২টা পর্যন্ত হরিপুর উপজেলায় ১ লাখ ২০ হাজার ৪৯৭ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩১ হাজার ৬০৯ ভোট।

অন্যদিকে ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ভোটারদের সঙ্গে কথা বললে তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পেরে সন্তুষ্ট।

এসআর

×