ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল ভার্সিটির ভিসিকে শিক্ষার্থীদের আল্টিমেটাম

প্রকাশিত: ০২:৫২, ২৭ জুলাই ২০১৭

বরিশাল ভার্সিটির ভিসিকে শিক্ষার্থীদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ২২ দফা দাবী আদায়ের লক্ষ্যে গত পাঁচদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাশ ও পরীক্ষা বর্জন করে চলমান আন্দোলনে বৃহস্পতিবার ভিসিকে আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ভাইচ চ্যান্সেলর (ভিসি) বরারব প্রেরণ করা একটি দরখাস্তে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগামী ৩০ জুলাই (রবিবার) দুপুর দুইটা পর্যন্ত ভিসিকে সময় বেঁধে দিয়েছে। উক্ত সময়ের মধ্যে ভিসিকে স্ব-শরীরে বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে দাবীগুলো মেনে নেয়ার আহবান করা হয়। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের মাধ্যমে ভিসিকে অপসারণ করতে বাধ্য করবে বলেও আবেদনে উল্লেখ করা হয়। ওই আবেদনটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব (পিএস) ড. এএফ মোঃ বোরহান উদ্দিনের কাছে দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ফিরোজুল ইসলাম নয়ন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের কেউ কোন মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি দ্রুত সমাধানের জন্য সকলের সহয়তাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করা উচিত। অপরিদকে বৃহস্পতিবারও ক্লাশ এবং পরীক্ষা বর্জন করে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পঞ্চম দিনের ন্যায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, ভিসি গত দুই বছরে কোন উন্নয়ন না করে বিশ্ববিদ্যালয়টি দুর্নীতির আখরায় পরিনত করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোঠা না রাখায় সর্বস্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ছোট ছোট দাবীগুলো আজ বৃহৎ আকার ধারন করেছে। আর এসব দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেছেন বলেও বিক্ষুব্ধরা উল্লেখ করেন।
×