ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জ্ঞান ও প্রযুক্তি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ॥ গণশিক্ষা মন্ত্রী

প্রকাশিত: ০৩:১২, ২২ জুলাই ২০১৭

জ্ঞান ও প্রযুক্তি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ॥ গণশিক্ষা মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশ আমার কাছে সবার থেকে বড়। জ্ঞান ও প্রযুক্তি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রযুক্তি রপ্ত করতে হলে জ্ঞানী হতে হবে। মন্ত্রী শনিবার দুপুরে জামালপুরে জেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুভর্তি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন শীর্ষক সামাজিক উদ্বুদ্ধকরণ ও জনসচেতনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। শহরের বৈশাখী মেলা মাঠে এ সভার আয়োজন করা হয়। জেলার ২৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এ মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, ঢাকা বিভাগীয় প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের উপপরিচালক ইন্দু ভূষণ দেব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, বিদ্যালয়ের এসএমসির সভাপতি রাজিব সিংহ সাহা, প্রধান শিক্ষক মোশাহিদা বেগম, তপন কুমার, অভিভাবক স্বপ্না আক্তার লিপি, আলেয়া পারভীন প্রমুখ। প্রধান বিরোধী দলের সমালোচনা করে মন্ত্রী শিক্ষকদের উদ্যেশে বলেন, আপনাদের জন্য ওরা কিছুই করেনি। আর ওরাই আমাদের বলে সব খেয়ে ফেললো। আট বছর আগে আপনারা কত টাকা বেতন পেতেন। আর এখন কত পান বলেন। এখানে একজন প্রধান শিক্ষিকাই তো তার বক্তব্যে বলে গেলেন তিনি এখন ৩৩ হাজার টাকা বেতন পান। সারা দেশে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। ১ কোটি ৩০ লাখ শিশুকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। ৪২ হাজার পুল শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকার সব রকমের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। মন্ত্রী শিক্ষকদের উদ্দেশে আরও বলেন, পৃথিবীর কোনো দেশের সরকারই এক সাথে এতো লোকের বেতন বাড়াতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবার বেতন-ভাতা একযোগে বাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশে^র সেরা ১০ জন নেতার মধ্যে একজন। আপনাদের পরিবার সুন্দর করতে তো আর প্রধানমন্ত্রী জ্ঞান দেয় না। তাহলে আপনার বিদ্যালয়টি সুন্দর হয় না কেন। প্রাথমকি বিদ্যালয়ের বিভিন্ন সরকারি বরাদ্দের টাকা খরচ নিয়ে নয়-ছয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ও উন্নয়ন কাজ চালানোর জন্য স্লিপ প্রকল্পের ৪০ হাজার টাকা করে বরাদ্দসহ সরকার নানাভাবে বরাদ্দ ও সুবিধা দিয়ে আসছে। আমি যেখানে কোনো অবৈধ সুবিধা নেই না, সেখানে বিদ্যালয়ের বরাদ্দের টাকা মেরে দেয়, কে এই শক্তিমান, জানতে চাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষকদের উদ্দেশে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে চান। আপনারা মহৎ পেশায় আছেন। প্রতিটি বিদ্যালয়ে পাঁচটি করে ভালো ছাত্র থাকলে দেশে ডিসি-এসপির অভাব থাকবে না। শিক্ষার্থীদের মধ্যে এমন ইঞ্জিন মানে জ্ঞান লাগায়ে দিতে হবে যেন শুধু দেশেই নয়, বিশে^র যেকোনো স্থানে চলতে পারে। বিদ্যালয়ের মধ্যে রাজনীতি না রেখে শিশুদের পাঠদানে মনোযোগী হয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
×