ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারের রপ্তানিযোগ্য ৪টি খাতকে নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০১:৩২, ২২ জুলাই ২০১৭

সরকারের রপ্তানিযোগ্য ৪টি খাতকে নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার রপ্তানিযোগ্য ৪ টি খাতকে অগ্রাধিকার দিয়ে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের পাট, চা, চামড়া এবং মৎস্য খাতকে সমৃদ্ধিকরে রপ্তানিযোগ্য করার পদক্ষেপ ইতিমধ্যেই সফলতা অর্জন করেছে। তিনি বলেন মাছ আমাদের একটি বড় সম্পদ, সবাই মিলে এই খাতকে অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করলে এক দিকে মানুষ যেমন অর্থনৈতিক ভাবে সাবলম্বি হতে পারে অন্য দিকে মাছ রপ্তানি করে দেশ বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারে। তিনি শনিবার সকাল ১২ টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো: হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আ: রকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির ও জেলা কৃষক লীগের সভাপতি আ: মন্নান রসুল বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন সিমার। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায় সফল্য অর্জনকারী বিভিন্ন মৎস্য খামার প্রকল্পের উদ্যোক্তাগনকে ক্রেষ্ট প্রদান করেন। এর পূর্বে মন্ত্রী ঝালকাঠি সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
×