ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী পলাতক

প্রকাশিত: ০০:৪৫, ২২ জুলাই ২০১৭

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে যৌতুকের টাকার জন্য রাবেয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী তপু (৩৮) পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকায়। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোনারগাঁও পৌরসভার চিলারবাগ গ্রামের আঃ হক মিয়ার পুত্র তপু (৩৮)’র সঙ্গে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে রাবেয়া আক্তারের প্রায় ৮ বছর আগে বিয়ে হয়। তাদের তানিম (৬) ও তানভীর (২মাস) নামে দু সন্তান রয়েছে। বিয়ের সময় গৃহবধূর স্বামী তপুকে ব্যবসার করার জন্য শ্বশুর বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক দেয়া হয়। এর দুই বছর যেতে না যেতে আবারো স্বামী তপু তার স্ত্রীকে আরো টাকা আনার জন্য চাপ দিতে থাকে। বিয়ের পর থেকে এভাবেই প্রতি বছরই যৌতুক দিয়েই রাবেয়ার সংসারটি টিকিয়ে রেখেছিল তার বাবা-মা। এদিকে গত কয়েকদিন ধরে রাবেয়ার বাবার বাড়ি থেকে আবারো যৌতুক বাবদ দুই লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ দিতে থাকে তপু। স্থানীয়রা জানায়, সে নিজের বাড়ি না থেকে ভাড়া বাড়িতে থাকে। সম্প্রতি সে চিলারবাগ এলাকার পনিরের বাড়িতে উঠে। ওই বাড়িতে সে তার স্ত্রীর উপর নির্মম অত্যাচার চালায়। শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভোরে তাদের বড় ছেলের ডাক চিৎকারে প্রতিবেশিরা গিয়ে দেখেন রাবেয়ার মৃৃতদেহ খাটের উপর পড়ে আছে। পরে ঘটনাটি থানায় পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর জানান, নিহত গৃহবধুর মুখ নীলাকৃতির দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ যাবে। নিহত রাবেয়ার স্বামী তপু পলাতক রয়েছে। সোনারগাঁও থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাবেয়া আক্তারকে এক লাখ টাকা যৌতুকের জন্য গলাটিকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে নিহতের পিতা বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছে। স্বামী তপুকে গ্রেফতারের অভিযান চলছে।
×