ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিয়ামতপুরে সন্ত্রাসীদের হামলায় ঘরবাড়ি ভাংচুর

প্রকাশিত: ০০:০২, ২২ জুলাই ২০১৭

নিয়ামতপুরে সন্ত্রাসীদের হামলায় ঘরবাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর নিয়ামতপুরে সন্ত্রাসীদের হামলায় এক গরীব অসহায় ব্যক্তির বাড়িঘর ভাংচুর ও নগদ টাকাসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা গ্রামের খোরশেদ আলম ও হাজেরা বিবির বাড়িতে হামলা চালিয়ে দোতলা মাটির ঘরের টিনের চাল ভেঙ্গে ফেলে সম্পূর্ণ মাটিতে ফেলে দেয় এবং মাটির দেয়াল ভেংগে ফেলে। তারা ঘরে রাখা নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গেলে খোরশেদের স্ত্রী হাজেরাকে বেদম মারধর করে। জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের প্রত্যন্ত সাবইল (শাখপাড়া) গ্রামের মৃত আতাব মন্ডলের ছেলে মোশারফ হোসেন (৬০), মোশারফ হোসেনের ছেলে মিঠু (৩৫) ও আমিন (৪০), মোশারফের স্ত্রী রওশন আরা (৫৫), মিঠুর স্ত্রী ছানোয়ারা (৩২) এবং আমিনের স্ত্রী মাইমুনাসহ ভাড়া করা ১০/১২জন লাঠিয়াল বাহিনী খোরশেদ আলমের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। খোরশেদের স্ত্রী হাজেরা এ প্রতিবেদককে জানান, তারা আমার ১০৫ বছরের বৃদ্ধা অসুস্থ শাশুড়ীকেও ছাড়ে নাই। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান বলেন, হাজেরা বিবি বাদী হয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে জোড় পুলিশী তৎপরতা চলছে।
×