ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার

প্রকাশিত: ২২:১৫, ২২ জুলাই ২০১৭

পটিয়ায় ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় একব্যক্তিকে (৩৫) হত্যা করে দুর্বত্তরা লাশ গাছের সঙ্গে ঝুলে রেখেছে। শনিবার সকালে পটিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। গাছের সঙ্গে ঝুলে রাখা লাশটি দেখতে সকাল থেকে বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করে। উপজেলার উত্তর হাইদগাঁও গ্রামের (উত্তর বিল) ৮ ও ৯ নং ওয়ার্ডের মাঝামাঝিতে এই ঘটনা ঘটে। লোকটির পরনে ছিল লুঙ্গি ও একটি শার্ট। পুলিশ সুরাতহাল রির্পোট শেষ করে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর হাইগাঁও গ্রামের ধরপাড়া সড়কটি কেলিশহর ইউনিয়নের সঙ্গে সংযুক্ত। সড়কটির মাঝামাঝি (উত্তর বিল) অনন্ত ৩শ গজ নির্জ্জন এলাকা। দুবৃর্ত্তরা রাতের আধারে মধ্যযুগীয় কায়দায় একব্যক্তির হাত ও পা লুঙ্গি দিয়ে বেঁধে হত্যা করে গলায় গামছা পেছিয়ে গাছের সঙ্গে ঝুলে দিয়েছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা হাত-পা বেঁধে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ গাছের সঙ্গে ঝুলে দিয়েছে। শীঘ্রই ঘটনার ক্লু বের করে দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে। এই ব্যাপারে পটিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
×