ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষকদের উন্নয়নে সরকার কৃষি খাতকেও গুরুত্ব দিয়েছে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৭, ২০ জুলাই ২০১৭

কৃষকদের উন্নয়নে সরকার কৃষি খাতকেও গুরুত্ব দিয়েছে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। সরকার ক্ষমতায় আসার পর থেকে এ দেশের কৃষকদের উন্নয়নে কৃষি খাতকেও গুরুত্ব সহকারে দেখছে। ফলে বিশ্বে এখন কৃষিতেও বাংলাদেশ পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, মৎস্য চাষেও বিশ্বে চতুুর্থ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এ সবকিছু অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার দেশের মানুষের মুখে হাসি ফোটানোই জন্য সিরলস কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদফতর আয়োজিত ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কখা বলেন। উদ্বোধন শেষে তিনি উপজেলার নৃগোষ্ঠী আদিবাসীদের মাঝে আধুনিক প্রযুক্তিতে ফসল উৎপাদনের জন্য ২টি পাওয়ার ট্রিলার ও উপজেলার ৫০টি মসজিদ ও ৩৫টি মন্দিরে ১৬ হাজার টাকা করে চেক বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম আকতার প্রমুখ। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেন। এর আগে দুপুরে জেলার বাঘা উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, এক সময় এ দেশে প্রচুর মাছ পাওয়া যেতো। আর এ কারণে প্রবাদ এসেছিল ‘মাছে ভাতে বাঙ্গালী’। মাঝে অনেক নদী ও শাখা নদী মরে যাওয়াই এ প্রবাদ যখন মুছে যেতে শুরু করলো তখন সরকার মৎস্য চাষীদের ঋণ সুবিধা দিয়ে তাদেরকে নতুন করে উজ্জিবিত করতে শুরু করলেন। এখন প্রবাদ এসেছে ‘মাছ চাষে গড়বো দেশ- বদলে যাবে বাংলাদেশ’। এর আগে প্রতিমন্ত্রী আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শেখ রাসেল ডিজিটাল ক্লাস রুম ও বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭৫ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। সেখানে শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক প্রধান তিনটি সফলতার মধ্যে একটি হলো প্রাথমিক শিক্ষা। সরকার ক্ষমতায় এসে সারাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছে। এটা কম সফলতার বিষয় নয়, এটি একটি চ্যালেঞ্জও বটে।
×