ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রুয়ান্ডায় পোশাক ও ওষুধ রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০১:৪৯, ২০ জুলাই ২০১৭

রুয়ান্ডায় পোশাক ও ওষুধ রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ থেকে ওষুধ ও পোশাক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে রুয়ান্ডা সরকার। আফ্রিকার এই দেশটিতে বাংলাদেশী পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত রুয়ান্ডার অনাবাসিক (নয়া দিল্লীতে নিযুক্ত) রাষ্ট্রদূত আর্নেস্ট ওয়ামোচির সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ রফতানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে অপ্রচলিত বা নতুন মার্কেটে বাজার সম্প্রসারণে গুরুত্ব দেয়া হচ্ছে। এদিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আবার আফ্রিকা। কারণ, আফ্রিকার অনেক দেশগুলোতে পোশাক ও ওষুধ ইতোমধ্যে রফতানি করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, তথ্য প্রযুক্তি, ফার্নিচার ও পাটজান পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশ এ সকল বিশ^মানের পণ্য তুলনামূলক কম দামে রফতানি করে যাচ্ছে। রুয়ান্ডার রাষ্ট্রদূত পোশাক, ওষুধ ও পাটজাত পণ্য বাংলাদেশ থেকে আমদানি করার আগ্রহ প্রকাশ করলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে দু’দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। উভয় দেশের আমদানি ও রফতানি কারকগণ পারস্পরিক দেশ সফরের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবে।
×