ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ নিহত ৬

প্রকাশিত: ২৩:০৬, ২৯ জুন ২০১৭

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ নিহত ৬

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে সড়ক-দূর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। বৃহষ্পতিবার সকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত হয়েছেন সৌদি-প্রবাসী হালিম আকন্দ (৪৯), তার স্ত্রী আসমা বানু (৪২), দু’ছেলে সুমন আকন্দ (১৮) ও সিহাব আকন্দ (৬) এবং তার শ্যালক বাদল হাওলাদার (৪৫)। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শ্মরণখোলা থানার খুড়িয়াখালী গ্রামে। এছাড়াও তাদেরকে বহনকারী প্রাইভেট কারের ড্রাইভার(অজ্ঞাত)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাটগামী ওই প্রাইভেট কারটির সঙ্গে ঢাকাগামী সেবা গ্রীণ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারটির সম্পূর্ণ অংশই বাসের নীচে গিয়ে জড়িয়ে যায় এবং বাস সহ রাস্তার পাশে উল্টে পড়ে। এতে প্রাইভেট কারের সবার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাসের অন্ত:ত ১০ যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার-সার্ভিসের দল এসে উদ্ধার কাজ শুরু করে। কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেন নিশ্চিত করেছেন, ওই প্রাইভেট কারে ড্রাইভারসহ অন্ত:ত ৬ জন ছিলেন, যাদের অধিকাংশই ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। ড্রাইভারের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত বাদল হাওলাদারের বড় ভাই হালিম হাওলাদার জনকণ্ঠকে জানিয়েছেন, বুধবার রাতে হালিম আকন্দ সৌদি-আরব থেকে ঢাকায় এসে পৌঁছায়। তাকে স্বাগত জানাতে তার ছোট ভাই, বোন ও ভাগ্নেরা ঢাকা বিমান-বন্দরে যায়। সেখান থেকে ভোররাতে প্রাইভেট কারযোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে ড্রাইভারের পরিচয় সম্পর্কে তিনিও কিছু বলতে পারেননি।
×