ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইসরায়েলে যায়নি সৌদি বিমান

প্রকাশিত: ১৮:১৮, ২৯ জুন ২০১৭

ইসরায়েলে যায়নি সৌদি বিমান

অনলাইন ডেস্ক ॥ সম্প্রতি একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পার্ক করে রাখা সৌদি আরবের জাতীয় বিমান পরিবহন সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজের ছবি প্রকাশিত হয়েছে টুইটারে। তবে ছবিটি ভুয়া বলে জানিয়েছে সৌদিয়া কর্তৃপক্ষ। রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চক্রান্ত করে এই ভুয়া ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। সৌদিয়ার মুখপাত্র আব্দুলরহমান আল-তায়েব বলেন, “কেউ কেউ আছেন যারা ব্যাপক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব ও অতিরঞ্জিত খবর ছড়িয়ে সৌদিয়ার মত একটি এয়ারলাইন যারা জাতীয় প্রতীক তাদের ক্ষতি ও বদনাম করতে চাইছে। ” তিনি আরও বলেন, “দুর্ভাগ্যক্রমে কেউ কেই সেগুলোর সত্যতা যাচাই না করেই রি-টুইট করছে। তাদের কাজের দায় তাদের নিতে হবে এবং আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। ”
×