ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাঁচ শতাধিক স্থানে লক্ষ্মীপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯:২৬, ২৬ জুন ২০১৭

পাঁচ শতাধিক স্থানে লক্ষ্মীপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ ধর্র্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দগণ পরিবেশে লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক স্থানে অনুষ্ঠিত হয়েছে মুসলমানদের বছরের শ্রেষ্ঠ ঈদুল ফিতরের জামাত। জেলার ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়, আজ সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ভবন প্রাঙ্গনে। এতে ঈদের নামাজ আদায় করেন, স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলামসহ জেলার পদস্থ কর্মকর্তা, অন্যান্য জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক কর্মী এবং বিভিন্নস্তরের লোকজন। মহান আল্লাহ তা’আলার কাছে প্রত্যেকে নিজের গুনাহ মাফ চেয়ে এ সময় দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, কালেক্টরেট ভবন কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মওলানা মো. হামিদুল ইসলাম। পরে সংসদ সদস্য অন্যান্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জেলার অন্যান্য সংসদ সদস্যগন ও জনপ্রতিনিধি নিজ নিজ এলাকায় নিকটবর্তী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। অপরদিকে ঈদের বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়, বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, রায়পুর উপজেলার হায়দরগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে। সেখানে ইমামতি করেন, বন্দরগরী চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল মাওলানা আনোয়ার তাহের জাবেরি আল মাদানী। ঈদ উপলক্ষে প্রাকৃতিক সৌন্দর্য পরিশেষে মুসল্লিদের মাঝে ছিলো আনন্দের জোয়ার। আবহাওয়া এদিন ছিলো চমৎকার। আকাশ ছিলো পরিস্কার। এতে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের কোনো প্রকার বিপাকে পড়তে হয়নি। এ জন্য মুসল্লিরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
×