ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ধর্ষিতার পরিবারকে সহায়তা প্রদান

প্রকাশিত: ২২:৪৫, ১৯ জুন ২০১৭

বাঁশখালীতে ধর্ষিতার পরিবারকে সহায়তা প্রদান

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীতে বখাটে কর্তৃক গণধর্ষনের শিকার স্কুল ছাত্রী সীমা দত্তের পরিবারকে নগদ ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। গত শনিবার বিকেলে এ অনুদান গ্রহণ করেন ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর ভাই সুজন দত্ত। বাঁশখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহের নেতৃত্বে আর্থিক অনুদান প্রদানকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, সহ-সভাপতি রাজীব গুহ, শংকর ঘোষ, পৌর কাউন্সিলর বাবলা কান্তি দাশ, যুগ্ম সম্পাদক শেখর চৌধুরী, কাঞ্চন গুপ্ত, সজল তালুকদার, সুমন চৌধুরী, জিকু শর্মা, লিটন শীল ও রুবেল কান্তি দাশ প্রমুখ। এ সময় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ বলেন, স্কুল ছাত্রী ধর্ষনের এ ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। নচেৎ ওই নরপশুর দল এরূপ ঘটনা পুনরাবৃত্তি করার সাহস পাবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আজ সোমবার (১৯ জুন) মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উক্ত মামলার তদন্তকারী অফিসার বাঁশখালী থানার এসআই উৎফল চক্রবর্ত্তী জানান, এ ঘটনায় মোঃ মালেক নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদেরও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ৩ জুন পৌরসভার জঙ্গল জলদী এলাকার চিন্তাহারী সাধনপীঠে বান্ধবীদের সাথে প্রতীমা দেখতে যায় সপ্তম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী সীমা দত্ত (১৩)। এ সময় মন্দির সংলগ্ন পাহাড়ি এলাকায় বান্ধবীদের সামনেই সীমাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন ও গণধর্ষন চালায় বখাটের দল।
×