ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ১০

প্রকাশিত: ২৩:৫২, ২৯ মে ২০১৭

নারায়ণগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ  আহত ১০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ বন্দরে ড্রেন নির্মাণ কাজকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের এক কাউন্সিলর ও তার লোকজনের সঙ্গে চাঁদনি মার্কেটের মালিক পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে উভয় পক্ষ একে অপরের উপর হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এতে ১০ জন আহত হওয়ার দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দর খেয়াঘাট এলাকায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বন্দর খেয়াঘাট এলাকায় আমিন আবাসিক এলাকায় ২২নং ওয়ার্ডে শীতলক্ষ্যা নদীর পাড় থেকে রূপালী আবাসিক এলাকা থেকে শুরু করে আমিনা আবাসিক এলাকা পর্যন্ত ড্রেনসহ রাস্তা নির্মাণ কাজ শুরু করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সোমবার দুপুরে আমিন আবাসিক এলাকায় চাঁদনী মার্কেটের সামনের রাস্তায় আরসিসি ড্রেন নির্মাণ কাজের জন্য সিটি কর্পোরেশনের নিযুক্ত ঠিকাদারের লোকজন মাটি খনন কাজ শুরু করে। এসময় চাঁদনী মার্কেটের মালিক চাঁন মিয়ার নেতৃত্বে তার লোকজন ড্রেন নির্মাণ কাজে বাধা দেয়। খবর পেয়ে একই ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহম্মেদ ঘটনাস্থলে ছুটে যান এবং কাজে বাধা দেয়ার কারণ জানতে চান। এ সময় চাঁদনী মার্কেটের মালিক চাঁন মিয়া তার লোকজনের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষের পাল্টাপাল্টি হামলা করার অভিযোগ করা হয়। এতে ১০ জন আহত হওয়ার দাবি করা হয়েছে। কাউন্সিলর সুলতান আহম্মেদ অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় ড্রেন নির্মাণ কাজ করতে গেলে চাঁদনী মার্কেটের মালিক চাঁন মিয়ার নেতৃত্বে তার লোকজন হামলা চালিয়েছে। আমাকে ও আমার লোকজনকে মারধর করা হয়েছে। হামলায় আমাদের ঠিকাদারের লোকজন বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে চাঁদনী মার্কেটের মালিক চাঁন মিয়া দাবি করেন, তার মার্কেটের জায়গা দখল করে কোন নোটিশ ছাড়াই ড্রেন নির্মাণ কাজ চালাচ্ছে সিটি কর্পোরেশন। তিনি দাবি করেন, বাধা দিলে কাউন্সিলর সুলতান আহম্মেদের লোকজন আমার লোকজনের উপর হামলা চালিয়েছে। বন্দর থানার ওসি আবুল কালাম জানান, ড্রেন নির্মাণকে কেন্দ্র করে চাঁদনি মার্কেটের মালিকের লোকজনের সঙ্গে কাউন্সিলর সুলতান আহম্মেদের লোকজেনর মধ্যে কিল-ঘুষির ঘটনা ঘটেছে। উভয় পক্ষই থানায় জিডি করেছে। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পুলিশ উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×