ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় রাস্তা ও ব্রীজ উদ্বোধনের আগেই ফাটল ও গর্ত

প্রকাশিত: ০১:২৩, ২৬ মে ২০১৭

নওগাঁয় রাস্তা ও ব্রীজ উদ্বোধনের আগেই ফাটল ও গর্ত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের ওপর মাসনা তলা ঘাটে ১৩কোটি ৭৯লাখ টাকা ব্যায়ে নির্মিত ৫কিঃ রাস্তা ও ৯৯মিটার ব্রীজ উদ্বোধনের আগেই রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের এ ধরনের নিম্নমানের কাজে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে। বর্ষার আগেই এই রাস্তা বিলের পানিতে তলিয়ে যাবে বলেও ধারণা করছেন এলাকাবাসী। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কলমুডাঙ্গাসহ এলাকার প্রায় ৫০টিরও বেশী গ্রামের জনসাধারণের যাতায়াত ব্যবস্থা উন্নয়নের কথা চিন্তা করে এলাকার এমপি সাধন চন্দ্র মজুমদার সরকারের যোগাযোগ মন্ত্রনালয়ে তদবীর করে চলতি অর্থ বছরে উপজেলার দিঘীর হাট হয়ে হুজরাপুর গ্রামের ওপর দিয়ে জবই বিলের মাসনা তলা ঘাটে একটি ৯৯মিটার ব্রীজ ও বিলের ওপর ৫কিঃমিঃ রাস্তা পাকাকরণের উদ্যোগ গ্রহণ করেন। সে মতে ওই রাস্তা ও ব্রীজের জন্য সরকারের মন্ত্রনালয় হতে ব্রীজের জন্য ৮কোটি ৫লাখ টাকা ও রাস্তার জন্য ৫কোটি ৭৪লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বেশ কিছুদিন পূর্বে রাস্তা ও ব্রীজের কাজ প্রায় একই সঙ্গে শুরু হয়। অতিসম্প্রতি রাস্তা ও ব্রীজের কাজ সমাপ্ত হলে রাস্তা ও ব্রীজ টি উদ্বোধনের আগে ওই রাস্তায় জনসাধারণ ও যানবাহন চলাচল শুরু করে। সামনে অল্প কয়েক দিনের মধ্যেই এমপি ওই রাস্তা ও ব্রীজের উদ্বোধন করার কথা থাকলেও বর্তমানে পূর্ব দিকে ব্রীজের সামনে বেশ কিছু জায়গা জুড়ে রাস্তার নতুন কার্পেটিং উঠে ও রাস্তাটির দুই পার্শ্বে ডেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা নির্মানের এক সপ্তাহ পার হতে না হতেই রাস্তার এই অবস্থা হলে সামনে বর্ষা মৌসুমে বিলের ওপর দিয়ে নির্মিত রাস্তাটির স্থায়িত্ব কত দিনের হবে বলে এলাকার সুধীজনেরা বিভিন্ন মন্তব্য করেছেন। বর্তমানে শাক দিয়ে মাছ ঢাকার মত করে কর্তৃপক্ষ রাস্তার দুই পার্শ্বে ডেবে যাওয়া স্থানগুলিতে পুরাতন ইট দিয়ে স্তুপ করে ঢেকে রেখেছে। এ বিষয়ে উপজেল প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সুলতান জানান, এই উপজেলায় আমি নতুন এসেছি ঘটনার কথা স্বীকার করে বলেন, রাস্তাটি তিনি দেখে এসেছেন।
×