ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় জাবির ২ ছাত্র নিহত

প্রকাশিত: ২২:৩৭, ২৬ মে ২০১৭

সড়ক দুর্ঘটনায় জাবির ২ ছাত্র নিহত

জাবি সংবাদদাতা ॥ ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সিএন্ডবি এলাকায় বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা (২২) ও মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আরাফাত (২২)। তারা দুজনই ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ^বিদ্যালয়ের আল-বেরুনী হলের আবাসিক ছাত্র ছিলেন। নাজমুল হাসান রানা পাবনা সদর উপজেলার নূরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আর আরাফাতের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলায়। এর মধ্যে নাজমুল হাসান বিবাহিত এবং তার দেড় মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তারা সাভারের কলমা এলাকায় তাবলীগের কাজে যান। শুক্রবার ভোরবেলা বিশ্ববিদ্যালয়ের পাশর্^বর্তী কলমার মার্কাস মসজিদ থেকে তবলীগের জামাত শেষে অটো-রিক্সা করে ক্যাম্পাসে ফিরছিলেন তারা। পথিমধ্যে সিএন্ডবি নামক স্থানে একটি যাত্রীবাহী বাস তাদের অটো-রিক্সাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা অবস্থায় বেলা ১২টার দিকে আরাফাত মারা যান বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা। একসাথে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পরেছে পুরো জাহাঙ্গীরনগর।
×