ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী-পুরুষ সমতা ছাড়া উন্নয়ন সম্ভব না ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০২:৫৫, ২৭ এপ্রিল ২০১৭

নারী-পুরুষ সমতা ছাড়া উন্নয়ন সম্ভব না ॥ কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নারী-পুরুষ সমানভাবে না এগুলে দেশের উন্নয়ন হবে না। নারীকে যদি আমরা নুলা বা অনগ্রসর করে রাখি তাহলেও দেশ এগুবে না। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যুর ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শেখ হাসিনাই প্রথম জনগনের সরাসরি ভোটে মহিলা মেম্বার নির্বাচনের ব্যবস্থা করেন। এখন নারীরা দেশের প্রজাতন্ত্রের বিভিন্ন স্তরে কাজ করছে। আওয়ামী লীগ যেভাবে নারীদের নির্বাচন করার জন্য মনোনয়নের টিকিট দেয় অন্যদল তা দেয় না। কৃষিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবি মহিলা কাম ট্রেনিং সেন্টার ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন ও তৃতীয় তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত এক মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, অন্য দল ক্ষমতায় এলে তারা ফ্যাশন করা নিয়ে ব্যস্ত থাকে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ওয়াসফিয়ার মতো নারী এভারেষ্ট জয় করার উৎসাহ পায়। জঙ্গীবাদ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। মা-বাবা জন্মদাতা হলেও মানুষ মারার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নেই। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রকল্প পরিচালক আইনুল কবীর, শেরপুর জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুকলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান প্রমুখ।
×