ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভারতের শেয়ার বাজারে নতুন ইতিহাস

প্রকাশিত: ২১:৫০, ২৭ এপ্রিল ২০১৭

ভারতের শেয়ার বাজারে নতুন ইতিহাস

অর্থনৈতিক রিপোর্টার॥ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের শেয়ারবাজারে নতুন ইতিহাস তৈরি হয়েছে। প্রথমবারের মতো দেশটির প্রধান শেয়ারবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স ৩০ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। বুধবার ছিল দেশটির শেয়ারবাজারের এই নতুন ইতিহাস গড়ার দিন, যা দেশটির ৩১ বছরের ইতিহাসে এই প্রথম। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমসের। যদিও এর আগের দিন আরেকটি রেকর্ড তৈরি হয়েছিল দেশটির শেয়ারবাজার। গত মঙ্গলবার প্রথম ৯ হাজার ৩০০ পয়েন্ট ছুয়েছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি। বুধবার শুরু থেকে সূচকে যে ঊর্ধ্বগতি দেখা দেয়, তা বজায় ছিল শেষ পর্যন্ত। লেনদেনের এক পর্যায়ে সেনসেক্স ৩০ হাজার ১৬৭ পয়েন্টে পৌঁছায়। অভ্যন্তরীণ কিছু খবরের সঙ্গে আন্তর্জাতিক বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যবসা সহায়ক কয়েকটি পদক্ষেপ ও উত্তর কোরিয়াকে কেন্দ্র করে উত্তেজনা কমে আসার খবরে গতি পায় সূচক। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজসহ তথ্যপ্রযুক্তি, নির্মাণ ও ব্যাংকসহ বেশ কয়েকটি বল্গুচিপ কোম্পানির শেয়ার দরে দেশটিতে গত দুদিন বড় লাফ দেয়। ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।
×