ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে বাংলালিংকের ৫শ’ সিমসহ এজেন্ট আটক

প্রকাশিত: ০২:৪৯, ২৪ এপ্রিল ২০১৭

চাঁদপুরে বাংলালিংকের ৫শ’ সিমসহ এজেন্ট আটক

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ চাঁদপুরে বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ৫শ’ সিমসহ তারেকুল হায়দার তৌহিদ নামে এজেন্টকে আটক করেছে পুলিশ। আটক তৌহিদ জেলার ফরিদগঞ্জ উপজেলার মো. রফিকুল হায়দার পাটওয়ারীর ছেলে। তৌহিদ চাঁদপুরে মোবাইল কোম্পানী বাংলালিংকের ট্রেড মার্কেটিং এজেন্ট হিসেবে কর্মরত। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ৫শ’ বাংলালিংকের অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমসহ আটক করেন পুলিশ। সোমবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, আটক তৌহিদ চাঁদপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের কাছে সীম বিক্রিকালে ভোটার আইডি কার্ড ও অতিরিক্ত টিপ সই রাখতো। এভাবে সে অবৈধভাবে সীম রেজিস্ট্রেশন করতো। বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের নজরদারিতে এলে অবৈধ সীমসহ রবিবার দিনগত রাতে তৌহিদকে আটক করা হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, অবৈধভাবে বাংলালিকের সীম রেজিস্ট্রেশনের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় আটক তৌহিদসহ আরো ৪ জনকে আসামি করে সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে।
×