ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাইমচরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

প্রকাশিত: ০২:৪৮, ২৪ এপ্রিল ২০১৭

হাইমচরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ চাঁদপুরের হাইমচর উপজেলার নীল কমল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের বিরুদ্ধে ভিজিডি কার্ডধারী, মৎস্যজীবীদের বরাদ্দকৃত ও মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাৎ এবং ভিজিডির চাল কালো বাজারে বিক্রিসহ দূর্নীতির লিখিত অভিযোগ এনে অনস্থা দিয়েছে ১০ ইউপি সদস্য। সোমবার বিকাল সাড়ে ৪টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ হোসেনের কাছে অনাস্থার লিখিত আবেদন পত্র জমা দেন। আবেদনে উল্লেখ করা হয় চেয়ারম্যান ২০১৬-২০১৭ অর্থ বছরে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণের তালিকা প্রস্তুত ছাড়া ইউপি সদস্যদের অগোচরে ৬০ জনের নিকট থেকে দুই হাজার টাকা করে আত্মসাৎ করেন। এছাড়াও ২ হাজার ২শ’ জেলের বরাদ্দকৃত ২৪ টন চাল, ঈশানবালা বাজার প্রমত্তা মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত গ্রোথ সেন্টারের মালামাল কালো বাজারে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। ইউপি সদস্যদের সাথে অসদাচারণ এবং কোন ধরনের পরামর্শ ছাড়াই সকল কাজ করার কারনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা। অনাস্থায় আবেদনকারী ইউপি সদস্যরা হচ্ছেন: মো. আসাদুজ্জামান (স্বপন), মো. মিজানুর রহমান, মো. খলিল মাতাব্বর, মো. মনির সিকদার, মো. দাদন সিকদার, মো. আবুল হাসেম মাল, মো. রাসেল হাওলাদার, মো. বাদশা সরদার, মেসাম্মৎ আছিয়া বেগম ও মমতাজ বেগম।
×