ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাউফল ওসির রুমে ছাত্রলীগ কর্মী নির্যাতন

প্রকাশিত: ০১:৪৫, ২৪ এপ্রিল ২০১৭

বাউফল ওসির রুমে ছাত্রলীগ কর্মী নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফল সার্কেলের এএসপি মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের আইজির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। বাউফলে ওসির রুমে নির্যাতিত ছাত্রলীগ কর্মী হাফিজুর রহমানের বিজয়ের মা জোছনা বেগম রবিবার এ অভিযোগ করেন। অভিযোগের কপি সোমবার বাউফলে বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের কাছে পৌঁছানো হয়। লিখিত অভিযোগে জোছনা বেগম উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি সার্কেল এএসপি সাইফুল ইসলাম থানা হাজত থেকে তার ছেলে হাফিজুর রহমান বিজয়কে ওসির রুমে নিয়ে শাররীক নির্যাতন করেন। এ ঘটনাটি ১৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হলে তিনি হাইকোটে একটি রিট করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট ২০ ফেব্রুয়ারি অভিযুক্ত ওই পুলিশ অফিসারকে তলব করেন এবং ওই ঘটনার তদন্ত প্রতিবেদ আদালতে জমা দেয়ার জন্য পুলিশের আইজিকে নির্দেশ দেন। ২৭ ফেব্রুয়ারি আইজিপির তদন্ত প্রতিবেদ দাখিল করা হলে হাইকোটে কোর্ট সার্কেল এএসপিকে প্রত্যাহারের নির্দেশ দেন এবং ১৯ মার্চ হাইকোর্ট অপর এক আদেশে সার্কেল এএসপির বিরুদ্ধে সংবিধানের অনুচ্ছেদ ৩৫(৫) ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপিকে নির্দেশ দেন। আইজিপি ১৫ মার্চ এক অফিস আদেশে অভিযুক্ত সার্কেল এএসপি সাইফুল ইসলামকে ঢাকা পুলিশ হেটকোয়ার্টারের বদলি করেন। কিন্তু তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে বরং হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপীল করেন। (সিপিএল নং ৯৬৯/২০১৭) চেম্বার জজ তার আপীলটি গ্রহণ করেন এবং পূনাঙ্গ বেঞ্চে শুনানির জন্য সুপ্রিম কোটে পাঠিয়ে দিলে ২৩ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত তিন সদস্যর একটি বেঞ্চ সার্কেল এএসপির ওই আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। সে অনুযায়ি তার পুলিশ হেটকোয়ার্টারে যোগদান করার কথা। কিন্তু সার্কেল এএসপি সাইফুল ইসলাম এখনও কর্মস্থলে বহাল তবিয়তে রয়েছেন। আইজিপির কাছে লিখিত অভিযোগে হাইকোট বিভাগের ২৭ ফেব্রুয়ারি, ১৯ মার্চ ও আপীল বিভাগের সিপিএলনং ৯৬৯/১৭ এর রায়ের কপি সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে জানতে ওই সার্কেল এএসপির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
×