ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দর্শনা পৌরসভা ভিক্ষুকদের মাঝে উপকরন বিতরন

প্রকাশিত: ২২:১৮, ২৪ এপ্রিল ২০১৭

দর্শনা পৌরসভা ভিক্ষুকদের মাঝে উপকরন বিতরন

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার আয়োজনে ৩২ জন ভিক্ষুকের মাঝে বিভিন্ন উপকরন বিতরন করা হয়। সোমবার দুপুর ১২টায় পৌরসভার হলরুমে পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে ভিক্ষুকের মাঝে স্টোপ, ফ্লাক্স,খুন্তি,বসার টুল,পাপর, বিভিন্ন উপকরন বিতরন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক) দ্রেবপ্রসাদ পাল। প্রধান অতিথি তার বক্তব্যে ভিক্ষুকদের পরবর্তীতে আর ভিক্ষা না করার শপথ করান। তিনি ভিক্ষাবৃত্তির উপর খারাপ দিক গুলো তুলে ধরে ব্যাপক আলোচনা করেন। এ সময় উপস্থিত ভিক্ষুকরা আর ভিক্ষাবৃত্তি না করার অঙ্গীকার করেন। পৌর মেয়র মতিয়ার রহমান তার সমাপনি বক্তব্য বলেন আপনার আর কেউ ভিক্ষা বৃত্তিতে জড়াবেন না। আগামীতে ও পৌরসভার পক্ষ থেকে সাধ্যমত আপনাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। দর্শনা পৌরসভা আর কোনো ভিক্ষুক থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল হাসান, সাবেক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান, সাবেক উপধ্যক্ষ মোশারফ হোসেন, দর্শনা তদন্ত কেন্দের ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন প্রমুখ।
×