ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুর সীমান্তে বন্য হাতির তান্ডবে নিহত ১ আহত ৩

প্রকাশিত: ০১:০৮, ২৩ এপ্রিল ২০১৭

শেরপুর সীমান্তে বন্য হাতির তান্ডবে নিহত ১ আহত ৩

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির তান্ডবে ফের হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার রাণীশিমূল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরি খিষ্টানপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওইসময় স্থানীয় মৃত নিবন সাংমার ছেলে বেরুনা মারাক (৫৫) ঘটনাস্থলেই নিহত এবং তার স্ত্রী সইনো সাংমা (৪০), ২ পুত্র বিজয় সাংমা ও বেনজিং সাংমা আহত হয়। একই সময় বন্য হাতির আক্রমণে বেরুনা মারাকের দুটি গরু মারা যায়। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতের পরিবারকে সহায়তার আশ্বাস দেন। বালিজুরি রেঞ্জের সদর বিটের ফরেস্ট কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে বালিজুরি খিষ্টানপাড়া এলাকাতে একদল বন্য হাতি প্রবেশ করে ব্যাপক তান্ডব চালায়। ওইসময় নিজ বসতবাড়ির আঙ্গিনায় অবস্থান করছিল বেরুনা মারাক। একপর্যায়ে বাড়ির পার্শ্বে নিজ ফসল রক্ষার্থে এগিয়ে গেলে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। বন্য হাতির কবল থেকে বেরুনা মারাককে উদ্ধারের চেষ্টা চালালে তার স্ত্রী ও ২ পুত্র বন্য হাতির হামলায় আহত হয়। বন্যহাতির দলটি এখনও ওই এলাকায় বিচরণ করায় স্থানীয় অধিবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
×