ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রীয় সভায় মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত মোদির

প্রকাশিত: ১৮:১১, ২২ এপ্রিল ২০১৭

রাষ্ট্রীয় সভায় মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত মোদির

অনলাইন ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেকোন রাষ্ট্রীয় সভায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। আমলাদের নিয়ে ‘সিভিল সার্ভিসেস ডে’ তে বক্তৃতা দানকালে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদি। দেখা গেছে, আমলাদের সাথে হয়তো জরুরি কোন মিটিংয়ে আছেন প্রধানমন্ত্রী, কিন্তু তাদের অনেকেই নিজেদের মোবাইল টিপছেন। মনে হতে পারে মহাগুরুত্বপূর্ণ কাজ করছেন! কিন্তু বেশিরভাগ সময়েই এটা অভ্যাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা কাজের ক্ষতিও করে থাকে। তাই অনেকটা ক্ষুব্ধ হয়েই প্রধানমন্ত্রী মোদি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এছাড়া, কাজে গতি নিয়ে আসা এবং জনগণের সেবক হওয়ার মানসিকতা যেন নিয়ে আসে আমলারা সেদিকে মনযোগ দেয়ারও পরামর্শ দেন নরেন্দ্র মোদি।
×