ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্মকে আঘাত করলে ছাড় দেয়া হবে না

প্রকাশিত: ০২:২৩, ২১ এপ্রিল ২০১৭

ধর্মকে আঘাত করলে ছাড় দেয়া হবে না

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিসমিল্লাহ নিয়ে কথা বললে আলেম ওলামাদের গায়ে যেমন লাগে তেমন আমার গায়েও লাগে। তিনি বলেন, আলেম ওলামারা আমাকে যে অডিও ভিডিও রেকর্ড শুনিয়েছেন, রফিউর রাব্বির মুখ থেকে যে কথা বেরিয়েছে তা সুস্পষ্ট ধর্মীয় অনুভুতিতে আঘাত হানা, যা ২৯৮ ধারায় অপরাধ, সংবিধান নিয়ে যে মন্তব্য করেছেন তা রাষ্টদ্রোহের সামিল। ১৩৬ ধারায় অপরাধ করেছে। তিনি প্রশাসনকে ব্যবস্থা নেয়ার কথা বলেন। শামীম ওসমান আলেম ওলামাদের ধৈর্য্য ধরার আহবান জানিয়ে বলেন, আদালত যে সময় বেঁধে দিয়েছে সেই সময়ের মধ্যে যদি গাফিলতি প্রমাণ হয় তবে আপনাদের মাঠে নামার আগে আমি মাঠে নামবো আল্লাহকে খুশি করার জন্য। ধর্মকে যারা আঘাত করে তাদের কোন ছাড় দেয়া হবে না। শুক্রবার বিকেলে নগরীর ডিআইটি জামে মসজিদের সামনে নারায়ণগঞ্জের সবস্তরের র্ধমপ্রান মুসলামনদের ব্যানারে বিসমিল্লাহির রহমানের রাহিম নিয়ে বিরূপ মন্তব্য ও মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সংবিধানকে প্রশ্ন বিদ্ধ করার প্রতিবাদে আয়োজিত বিশাল সমাবেশে শামীম ওসমান এসব কথা বলেন। শামীম ওসমান বলেন বলেন, আমার নেত্রী শেখ হাসিনা আলেম ওলামাদের নিয়ে বসলে ওদের গায়ে জ্বালা ধরে যায়। মনে হয় তাদের গায়ে বিচ্ছু লেগেছে। প্রধানমন্ত্রী আলেম ওলামাদের সম্মান দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাইন্ডেশন গঠন আলেমদের সম্মান করেছেন। নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, এই দেশে নাস্তিকেরা নতুন করে মাথাচাড়া দেয় নাই। তারা মাঝে মধ্যে দুই একটা নাস্তিকবাদি কথা বার্তা বলে। তার কথায় বিসমিল্লাহর কিছু আসে যায় না। রফিউর রাব্বি তুমি ময়লা আর্বজনার আস্তকুড়ে পড়ে থাকো বিসমিল্লার কোন ক্ষতি হবে না। আমরা তোমার এই কথার প্রতিবাদ কেন জানালাম যাতে আগামীতে এই কথা বলার সাহস কোন নাস্তিক যাতে না পায়। আমরা আল্লাহ ও রাসুলের কুটক্তি জানাতে এসেছি। তোমার মতো রফিউর রাব্বি প্রতিবাদ জানাতে আসি নাই। সংবিধানকে কটাক্ষ কথা বলা, সংবিধানকে অবমাননা করা, তা রাষ্টীয় আইনের ভুক্ত, তাই অনুরোধ জানাবো রাষ্ট্রীয় আইনের ধারায় তাকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। যাতে নারায়ণগঞ্জের মাটিকে শান্ত রাখা হয়। অন্যাথায় এই উত্তপ্ত নারায়ণগঞ্জ ছাড়িয়ে ঢাকা ছড়িয়ে যাবে বলে হুশিয়ারী করেন এই নেতা।
×