ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে পুণর্মিলনী

প্রকাশিত: ০০:৪৯, ২১ এপ্রিল ২০১৭

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে পুণর্মিলনী

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে উৎসবের আমেজে পুণর্মিলনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাস শুক্রবার ছিল সাজ সাজ রব। কুমুদিনী খেলার মাঠে তৈরী করা হয় পুণর্মিলনী মঞ্চ। সকাল ১১ টায় পাশের উদ্বোধনী মঞ্চে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও কুমুদিনী হাসপাতালের পতাকা উত্তোলন করা হয়। এরপর কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ সময় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডা. আব্দুল হালিম, বিশিষ্ট শিক্ষাবিদ ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি এবং দানবীর রণদা প্রসাদ সাহার পুত্রবধু শ্রীমতি সাহা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে এগারোটায় কলেজে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থী এবং কলেজের শিক্ষকগণ একটি আনন্দ র্যা লি বের করেন। র্যা লিটি কুমুদিনী হাসপাতালের ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেডিকেল কলেজের মূল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। দুপুরের পর শুরু হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসার ডা. আব্দুল হালিম, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসার ডা. আব্দুল জলিল, প্রথম ব্যাচের ছাত্রী ফাহমিদা ইয়াসমিন সোনিয়া, ১৪ তম ব্যাচের ছাত্রী আফসানা কবীর, ৯ম ব্যাচের ছাত্রী সিফাত, ডা. তাপসী প্রমুখ। এর আগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুণর্মিলনী অনুষ্ঠানটিকে ঘিরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে এবং কুমুদিনী হাসপাতালের সারা ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠে। কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডা. আব্দুল হালিম বলেন, পুণর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে ডাক্তারি পড়ুজয়া নতুন ছাত্রী ও ডাক্তারি পেশায় নিয়োজিত প্রাক্তন ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে একটি নতুন সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এ অনুষ্ঠানটি থেকেই সবার মধ্যে নতুন উদ্যমে মানুষকে চিকিৎসা সেবা দেয়ার একটি নতুন মানষিকতা সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন। ২০০১ সালে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। ৪৫ ছাত্রী নিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়। বর্তমানে ভারত ও নেপালের ২শত ছাত্রীসহ ৭শত ৩৯ জন ছাত্রী কলেজটিতে অধ্যয়ন করছেন। আছে।
×