ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে মনির হত্যায় ৪ জনের ফাঁসি ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০২:২৪, ৩০ মার্চ ২০১৭

সোনারগাঁয়ে মনির হত্যায় ৪ জনের ফাঁসি ২ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলায় মুসারচর এলাকার আলোচিত মনির হোসেন হত্যা মামলার রায়ে চার জনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- আতাউল হামিদ পরাগ ওরফে সোহরাওয়ার্দী (৩৭), আলমগীর হোসেন (৩৬), ইরশাদ হোসেন ভুট্টু (৩৮) ও রতন ইবনে মাসুদ (৩৪)। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- গোলজার হোসেন (৩৫) ও মোঃ শাহীন (৩৪)। রায় ঘোষণার সময় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী রতন ইবনে মাসুদ পলাতক ছিল। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ দ্বিতীয় জেলা ও দায়রা জজ মোসাঃ কামরুন্নাহারের আদালত এ আদেশ দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আতাউল হামিদ পরাগ ওরফে সোহরাওয়ার্দী, আলমগীর হোসেন, ইরশাদ হোসেন ভুট্টু ও রতন ইবনে মাসুদের ফাঁসি ও ২০ হাজার টাকা করে জরিমানা ও আসামী গোলজার হোসেন ও মোঃ শাহীনের যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। আদালতের অতিরিক্ত পিপি সালাউদ্দিন সুইট সাংবাদিকদের জানান, সব্জি ব্যবসায়ী নিহত মনির হোসেন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামের আক্কাস আলীর ছেলে। পাওনা টাকা চাইতে গেলে আসামীরা ২০০৭ সালের ১৮ জুন রাতে নির্মমভাবে মনির হোসেনকে হত্যা করে।
×