ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনায় পরিশীলিত মানুষ হতে হবে

প্রকাশিত: ০০:৪৭, ৩০ মার্চ ২০১৭

মুক্তিযুদ্ধের চেতনায় পরিশীলিত মানুষ হতে হবে

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘তরুন-মেধাবী শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতিতে পারদর্শী মানবিক গুণাবলী সম্পন্ন পরিশীলিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জঙ্গী-সন্ত্রাস প্রতিহত, প্রতিরোধ করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীন সাতটি বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চবিতে এটিই অনুষদ ভিত্তিক প্রথম নবীন বরণ। উপাচার্য বলেন, ‘নবীন শিক্ষার্থীরা আমাদের অমূল্য সম্পদ। এ তরুণ মেধাবীরা আমাদের ভবিষ্যতের ঠিকানা, আশ্রয়স্থল।’ এসময় উপাচার্য নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সকল সুযোগ-সুবিধা সদ্ব্যবহারের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন চবি অর্থনীতি বিভাগ ও ইউজিসি প্রফেসর ড. মঈনুল ইসলাম। অন্যান্য আলোচকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর এ এফ ইমাম আলি, প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. শান্তি রানী হালদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী এবং প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রমূখ।
×