ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জঙ্গিবাদ নির্মূলে সংস্কৃতি চর্চা প্রয়োজন : সংস্কৃতি মন্ত্রী

প্রকাশিত: ০২:০৩, ২৭ মার্চ ২০১৭

জঙ্গিবাদ নির্মূলে সংস্কৃতি চর্চা প্রয়োজন : সংস্কৃতি মন্ত্রী

অনলাইন ডেস্ক ।। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জঙ্গিবাদ নির্মূল করতে হলে সংস্কৃতি চর্চাকে তৃনমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। আজ সোমবার বিকেলে মাদারীপুরের শিবচরে ৩দিনব্যাপী দ্বিতীয় নাট্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘জঙ্গিবাদ নির্মূল করতে সরকারের সকল কর্মকান্ড অব্যাহত রয়েছে। জঙ্গিবাদ নির্মূল করা শুধু সরকারের একার দায়িত্বই নয়, এক্ষেত্রে দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব নিয়ে জঙ্গিবাদ নির্মূলে সরকারকে সহযোগিতা করতে হবে।’ জঙ্গিবাদের মধ্যে ছাত্র সমাজ যেন না জড়িয়ে পড়ে সেই বিষয়ে ছাত্রদের প্রতি শিক্ষক, পরিবারসহ প্রত্যেক নজর রাখার আহবান জানান তিনি। এ সময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী লিটন, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুক, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্যত্তত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খানসহ অন্যরা।
×