ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ২১:৫২, ২৬ মার্চ ২০১৭

দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস পালন

নীলফামারী : স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ যথাযথ মর্যাদায় সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে আজ রবিবার নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। ভোর ৫টা ৫৭ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। রাস্ট্রের পক্ষে সর্বপ্রথম পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, জাতীয়পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল সারে ৮টায় নীলফামারী স্টেডিয়ামে জেলা প্রশাসক জাকীর হোসেন ও পুলিশ সুপার জাকির হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, এবং বিভিন্ন সংগঠনের সমাবেশ ও কুচকাওয়াজের সালাম গ্রহন করেন। এ সময় বীরমুক্তিযোদ্ধাদের রজনীগন্ধায় শুভেচ্ছা জানানো হয়। কুচওয়াজ শেষে ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্রীড়ানুষ্ঠান হয়েছে একই স্থানে। কুচকাওয়াজে শেষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রর্দশন করে। এ ছাড়া জেলার ডোমার,ডিমলা,জলঢাকা,কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় অনুরূপ ভাবে দিবসটি পালিত করা হচ্ছে।দিবসটি পালনে দিনব্যাপী আরো অন্যান্য অনুষ্ঠান চলছে। যা রাত পর্যন্ত চলবে। খাগড়াছড়ি : পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের স্মরণ করেছে খাগড়াছড়ির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। দিনটি উপলক্ষে আজ রবিবার সকালে ৩১ বার তোপধ্বনি দেয় জেলা পুলিশ। পরে শহরে চেঙ্গী স্কোয়ার এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। শুরুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট ইউনিটসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশু কিশোরদের খেলাধূলা,চিত্রাংকন প্রতিযোগিতা,হাসপাতাল, এতিমখানা ও জেল খানায় উন্নত মানের খাবার পরিবেশন, সুবিধা মত সময়ে বিশেষ মোনাজাত, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মহিলাদের খেলাধূলা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সন্ধ্যায় ঝেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্টান । পাবনা : নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ রাত ১২ টা ১ মিনিটে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর জেলা প্রশাসক রেখা রানীর বালোর নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনায় শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। জেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, জাসদ, গণশিল্পী সংস্থা, উদীচি শিল্পীগোষ্ঠী, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়, পাবনা এডওয়ার্ড কলেজ, পাবনা প্রেসক্লাব, পাবনা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুর্জয় পাবনায় শহীদ স্মরণে পুষ্পার্ঘ অপর্ণ করে। সকাল ৮ টায় শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, প্যারেড ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শণের আয়োজন করা হয়। সকাল ১১ টায় রাইফেল ক্লাবের উদ্যোগে সুর্র্র্টিং প্রতিযোগিতা ও জেলা পরিষদ মিলোনায়তে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনার আয়োজন করা হয়। বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বরিশাল : স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে আজ রবিবার সকাল থেকে দিনভর নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যাপক কর্মসূচী। ভোরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। শুরুতেই মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টরস্ কমান্ডার ফোরামের পর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি, নগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে ব্রজমোহন কলেজ অধ্যক্ষ ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকাল আটটায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার মোঃ গাউস অনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন। এখানে কুচকাওয়াজ ও শারিরিক কসরত প্রদর্শন করা হয়। রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মুক্তিযুদ্ধের দলিল, রেকর্ডপত্র ও চিত্রপ্রদর্শনের আয়োজন করা হয়। এছাড়াও জেলা প্রশাসন, শিশু একাডেমি ও রাজনৈতিক দলের আয়োজনে দিনভর কর্মসূচির মধ্যে প্রতিযোগিতামূলক চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমতলী : নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসে সরকারী কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার জিএম দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ তালুকদার, গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম জামাল উদ্দিন বিশ্বাস, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শাহ জাহান কবির, ওসি শহিদ উল্লাহ, ডেপুটি কমান্ডার এ্যাড.এম এ কাদের মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধা ও কাঞ্চন আলী মাষ্টার প্রমুখ। কালকিনি: নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ আজ রবিবার মহান স্বাধানতা ও জাতীয় দিবস উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসন ও আ’লীগের উদ্যোগে আজ রবিবার ভোর ৬টায় শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন, আনন্দ র্যা লী ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়েছে। এতে উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরন, পৌর আ’লীগের সভাপতি আবুল বাশার, আ’লীগ নেতা সরদার লোকমান হোসেন, পৌর মেয়র এনায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অহেদুজ্জামান বুলেট, সাধারন সম্পাদক মীর সুজন ও পৌর ছাত্রলীগের সভাপতি বাকামিন খান প্রমুখ। হবিগঞ্জ : নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ রাজাকার, আলবদর-আল-শামস ও তাদের পেতাত্মাদের বাংলার মাটি থেকে উৎখাত এবং জঙ্গীবাদ নির্মূলের দৃঢ প্রত্যয় নিয়ে রবিবার হবিগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এই দিবসের শুভ সূচনা হয়। সেই সাথে জেলার গুরুত্বপূর্ণ সরকারী-বেসরকারী, সায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন সহ ব্যাপক আলোকসজ্জা করা হয়। ‘দুর্জয়’ হবিগঞ্জে এমপি আবু জাহির, জেলা প্রশাসক সাবিনা আলম ও এসপি জয়দেব কুমার ভদ্রের নের্তৃত্বে জেলা প্রশাসন সমাজের বিভিন্ন পেশার মানুষ পুস্পস্তবক অর্পন করে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড মরহুম জেনারেল এম এ রব, সাবেক সমাজকল্যানমন্ত্রী ও ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক মোস্তফা শহীদ, মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী সহ ৭১’এর বীর সেনানী ও শহীদদের কবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া পাঠ করা হয়। সকাল ৮ টায় এতিহাসিক জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, বিএনসিসি, গালর্স গাইড ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ নানা প্রতিষ্ঠানের অংশগ্রহনে উদ্যোগে আকর্ষনীয় কুচকাওয়াজ ও শরীর ডিসপ্লে প্রদর্শনী। মুক্তিযোদ্ধাদেরকেও সম্বর্ধিত করে জেলা প্রশাসন। এছাড়া জেলা প্রশাসনের তত্বাবধান ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচিত্র প্রদর্শনী, ফুটবল ম্যাচ, উন্নতমানের খাদ্য বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দুর্গাপুর : নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোণা) ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের ছোবল, জঙ্গী মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন হল দুর্গাপুরে। আজ রবিবার উপজেলা প্রশাসন সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে। স্থানীয় শহীদ সন্তোষ পার্কে, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, দুর্গাপুর পৌরসভা, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাব, সকল স্কুল ,কলেজ, মাদ্রাসা কিন্ডার গার্ডেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর প্রশাসনের আয়োজনে সুসং সরকারি মহাবিদ্যালয়ের মাঠে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনূর রশীদ, স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, ও,সি খাঁন হুমায়ুন কবির আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীর চর্চ্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচীর অংশ হিসাবে দুর্গাপুর জেলা পরিষদ অডিটরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। হাসপাতাল, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার, সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ, দুর্গাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান ও অলোচনা সভা এবং সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা পরিশদ প্রাঙ্গনে ‘‘মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধি বাংলাদেশ গঠনে ডিজটাল প্রডুক্তির ব্যাবহার’’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
×